All Articles
All the articles I've posted.
বাংলার কুসংস্কার: ফল খাওয়ার পর পানি খেতে নেই।
April 23, 2013 | 09:20 PMপছন্দের ফল সামনে থাকলেই যে কারোরই লোভ সামলানো কষ্টসাধ্য হয়ে যায়।ফল খাওয়ার পর পানি খাওয়ার প্রয়োজন হতেই পারে। তবে আমাদের আলোচ্য কুসংস্কার অনুসারে এখানেই বিপত্তি।ফল খেতে পারবেন কিন্তু পানি খেতে পারবেন না।কেন? কারণ হল তাতে নাকি ফলের গুনাগুণ পানির সাথে ধুয়ে যায়।সেটা তখন শরীরের কোনই কাজে লাগে না।
স্বপ্নদুঃস্বপ্ন-আর-কিছু
April 23, 2013 | 09:20 PMস্বপ্ন দেখে না এমন মানুষ দুনিয়াতে আমার জানা মতে নাই।ভবিষ্যতেও হবে না।এই সিরিজে আমরা স্বপ্ন, এর বিভিন্নতা,প্রকার এবং অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। স্বপ্ন নিয়ে ব্লগ সিরিজ লেখার আগে আমি স্বপ্ন নিয়ে বিস্তর গবেষণা করেছি।
বাংলার কুসংস্কার:পরীক্ষার আগে ডিম খেতে নেই!!
April 23, 2013 | 09:16 PMএই কুসংস্কারটা সম্ভবত সবাই বিশেষ করে ছাত্র-ছাত্রীরা খুব ভাল জানেন।আমাদের দেশের মায়েরা নিজেদের আদরের সন্তানদের পরীক্ষার আগে আর যাই খেতে দেন ভুলেও ডিম খেতে দেন না।কারণ ডিম খেলে নাকি পরীক্ষাতেও ডিম মানে আন্ডা মানে গোল্লা মানে শূন্য পাবেন। 😥
বাংলার কুসংস্কার: আপনার ছাদ ও ভূতের ধাক্কা
April 23, 2013 | 09:01 PMপ্রায় সব বাবা-মা ই তাদের ছোট ছেলে মেয়েদের এই উপদেশটা দিয়ে থাকেন।তাদের মতে, উঁচু রেলিং বিহীন ছাদ বা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভূত, প্রেত বা জ্বীন ধাক্কা দিয়ে ফেলে দেয়।অধিকাংশের মতে, যারা মায়ের একমাত্র সন্তান তাদের ক্ষেত্রে নাকি এই ধাক্কা খাওয়ার প্রবণতা বেশী।
বাংলার কুসংস্কার: রাতে পিঠা খেতে খেতে বাইরে যেতে নেই
April 23, 2013 | 08:10 PMপিঠা বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার। পিঠা ছাড়া বাঙালির শীতকাল যেন অসম্পূর্ণ। পিঠা নিয়ে এ কুসংস্কারটা প্রায় সকলেরই সম্ভবত জানা। গুরুজনেরা প্রায়ই বলে থাকেন, রাতের বেলা নাকি পিঠা খেতে খেতে বাইরে যেতে। কারণ হিসেবে তারা উল্লেখ করেন যে, পিঠা নাকি আমাদের মত ভুতেরও অনেক প্রিয় খাবার।
বাংলার কুসংস্কারঃ রাতের বেলা শিষ বাজাবেন না।
July 17, 2012 | 04:45 PMশিষ বাজাতে আমরা অনেকেই বাজাতে পছন্দ করি।অবশ্য অনেকেই এটাকে অকাজে ব্যবহার করে।যাই হোক,আমাদের কুঃসংস্কার কিন্তু এখানেও বাঁধা দিচ্ছে।এ কুসংস্কার অনুসারে রাতের বেলা বাশি/শিষ বাজাতে পারবেন না। কেন? তাহলে নাকি আপনাকে আক্রমণ করতে পারে সাপ/বিচ্ছু আরও অনেক ভয়াবহ পোকামাকড় এমনকি ভূতও