লৌকিক ব্যাখ্যা: পিঠা বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার। পিঠা ছাড়া বাঙালির শীতকাল যেন অসম্পূর্ণ। পিঠা নিয়ে এ কুসংস্কারটা প্রায় সকলেরই সম্ভবত জানা। গুরুজনেরা প্রায়ই বলে থাকেন, রাতের বেলা নাকি পিঠা খেতে খেতে বাইরে যেতে। কারণ হিসেবে তারা উল্লেখ করেন যে, পিঠা নাকি আমাদের মত ভুতেরও অনেক প্রিয় খাবার। তাই পিঠা খেতে দেখলে নাকি ভূত আংকেল তার উপর আছড় করে। এমনকি মেরে ফেলতে পারে বলা হয়। সাবধান!!!!!
বৈজ্ঞানিক ব্যাখ্যা: ভুতে ধরে কিনা জানি না কিন্তু পিঠা নিয়ে বাইরে যেতে বিজ্ঞানও বলছে, না যাওয়াই ভাল। কারণ ধূলা বালির যা অবস্থা তাতে আপনার সাধের পিঠাখানা যে কোন সময় কোন বড় অসুখের কারণ হয়ে উঠতে পারে। তাই ঘরের পিঠা ঘরেই খাওয়া শেষ করা ভালো নয় কি?