Bridge Deck
আবার অনেকদিন পর ফিরে এলাম আমার সবচেয়ে প্রিয় সিরিজ টাইটানিক নিয়ে।আসলে নানা ব্যস্ততা আর সময়ের অভাবে লিখা হয়ে ওঠে না। যাই হক কথা না বারিয়ে চলুন হারিয়ে যাই টাইটানিকের সাথে।।
গত পর্ব গুলোতে আলোচনা করেছিলাম টাইটানিকের বিভিন্ন ডেকগুলো সম্পর্কে। এর মধ্যে গত পর্বে আলোচনা করেছিলাম “Promenade Deck”সম্পর্কে।
আজ আলোচনা করব Bridge Deck সম্পর্কে।
এটি জাহাজের সর্বাধিক ওজন ধারনকারি ছিলো। এখানে ফার্ষ্ট ক্লাস যাত্রীদের কেবিন সমুহ ছিলো, প্রতিটি কক্ষই ছিলো স্বয়ংসম্পুর্ন ।এটি লম্বায় ছিলো প্রায় ১০৬ ফুট । এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে এই ডেকটিতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দাড়িয়ে ছিলো যখন জাহাজটি অতল মহাসাগরে ডুবে যাচ্ছিলো।বিশেষজ্ঞদের মতে যদি টাইটানিক কে উদ্ধার করা যেত তবে সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ এই ডেকেই পাওয়া যেত।এই ডেকের কয়েকটি ছবি দিলাম।
এবার আসি Shelter Deck এ ।এটি অবশ্য তেমন ব্যস্ত ডেক ছিলো না। মুলত এতে ১ম শ্রেনীর কেবিন এবং ২য় শ্রেনীর লাইব্রেরী ছিলো।
আজ আর নয় পরবর্তি পর্বে অন্য ডেক ও অন্যান্য বিশয় নিয়ে আলোচনা করব। সেই পর্জন্ত বিদায়