প্রায় সব বাবা-মা ই তাদের ছোট ছেলে মেয়েদের এই উপদেশটা দিয়ে থাকেন।তাদের মতে, উঁচু রেলিং বিহীন ছাদ বা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভূত, প্রেত বা জ্বীন ধাক্কা দিয়ে ফেলে দেয়।অধিকাংশের মতে, যারা মায়ের একমাত্র সন্তান তাদের ক্ষেত্রে নাকি এই ধাক্কা খাওয়ার প্রবণতা বেশী।