-
লৌকিক ব্যাখ্যা: প্রায় সব বাবা-মা ই তাদের ছোট ছেলে মেয়েদের এই উপদেশটা দিয়ে থাকেন।তাদের মতে, উঁচু রেলিং বিহীন ছাদ বা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভূত, প্রেত বা জ্বীন ধাক্কা দিয়ে ফেলে দেয়।অধিকাংশের মতে, যারা মায়ের একমাত্র সন্তান তাদের ক্ষেত্রে নাকি এই ধাক্কা খাওয়ার প্রবণতা বেশী।উঁচু পাহাড়ে বা ছাদের কিনারায় একা দাড়াতে গিয়ে পড়ে গেছে এমন উদাহরণ পাওয়া যায় কিন্তু ভূতের আশীর্বাদমূলক ধাক্কা (!) প্রাপ্তদের সবাই যে, এক মায়ের এক সন্তান ছিল তা নিশ্চিত বলা যায় না।
-
বৈজ্ঞানিক ব্যাখ্যা:বৈজ্ঞানিকভাবে এই কুসংস্কারটার ছোট্টখাট্টো একটা ভিত্তি আছে।আধুনিক মনোবিজ্ঞান বলে যে, উঁচু পাহাড়ের কিনারায় বা ছাদের কিনারায় একা দাঁড়ালে মানুষ স্বভাবগতভাবেই একটু অন্যমনস্ক হয়ে যায়।আবার অনেকে উচ্চতা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে, নিজেকে সামলে নেবার আগেই….।তবে এই ধাক্কার সাথে “এক মায়ের এক সন্তান” এর ধারণার কোনও ব্যাখ্যা পাওয়া যায় নি।
বাংলার কুসংস্কার: আপনার ছাদ ও ভূতের ধাক্কা
প্রায় সব বাবা-মা ই তাদের ছোট ছেলে মেয়েদের এই উপদেশটা দিয়ে থাকেন।তাদের মতে, উঁচু রেলিং বিহীন ছাদ বা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভূত, প্রেত বা জ্বীন ধাক্কা দিয়ে ফেলে দেয়।অধিকাংশের মতে, যারা মায়ের একমাত্র সন্তান তাদের ক্ষেত্রে নাকি এই ধাক্কা খাওয়ার প্রবণতা বেশী।
By Salman Hossain Saif
Last Updated:
April 23, 2013 | 09:01 PM
About Author:
🎉 Salman Hossain Saif (internet username: Saif71).
Lead UX Engineer @ManagingLife LLC. Specialized in design systems,
user flow, UX writing, and a certified accessibility specialist. Loves
travel and creating meaningful content.
Say hi!