**লৌকিক ব্যাখ্যা:**কানের দুল মেয়েদের সাজগোজের একটি অবিচ্ছেদ্য অংশ।অতি বিলাসী নারীদের শখের কানের দুলের জ্বালায় হয়তো অনেকেরই কানে তালা দেয়ার জোগাড়।
তবে আমাদের এই কুসংস্কার বলছে, দুল যাই পড় না কেন, কোন সমস্যা নেই তবে ভুলেও বাম কানের দুল আগে পড় না।কারণ তাতে বেচারা স্বামীর উপর নাকি অমঙ্গল আসতে পারে।অবিবাহিত মেয়েদের জন্য ভবিষ্যৎ স্বামীর জন্য অমঙ্গল আগে থেকেই ঝুঁকে থেকে।
**বৈজ্ঞানিক ব্যাখ্যা:**ভবিষ্যৎ আন্দাজের ব্যাপারে বিজ্ঞান শুরু থেকেই নীরব।দুল বাম কানের অথবা ডান কানের যেটাই আগে পড়ুন না কেন, সৃষ্টিকর্তার লিখিত ভবিষ্যৎ কি বদলানো যায়?