উবার সার্জ যেভাবে কাজ করে :
মাঝে মাঝে কিছু জায়গায় উবার রাইড রিকুয়েস্ট বিভিন্ন কারণে অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়ে যায় । উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ,
- সকালে ও সন্ধ্যায় অফিস টাইমে
- খারাপ আবহাওয়া
- বিশেষ কোন অনুষ্ঠান অথবা ইভেন্ট ইত্যাদি
এসব ক্ষেত্রে একই সময়ে অনেক মানুষ একই সাথে রাইড রিকুয়েস্ট করে । এই অবস্থায় রাইডার দের জন্য পর্যাপ্ত সংখ্যক ড্রাইভার অই স্থানে থাকে নাহ। এ অবস্থা যে সব এরিয়াতে হয়ে থাকে সেই সব জায়গাকে ‘সার্জ এরিয়া (Surge Area) ‘ বলে।
এ অবস্থায় উবার এর ভাড়া বেড়ে যায়। যাতে আর বেশি সংখ্যক ড্রাইভার সার্জ এরিয়া গুলোতে আসতে উৎসাহী হয় এবং রাইডাররা সহজে রাইড পেয়ে যায়। ভাড়া বাড়িয়ে দিয়ে উবার নিশ্চিত করে যাতে ব্যাবহারকারী প্রয়োজন অনুযায়ী অবশ্যই রাইড পায়। সাধারন ব্যবহারকারীরা চাইলে বেশি ভাড়া দিয়ে রাইড নিতে পারে অথবা সার্জ আবার সাধারন অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করতে পারে। সার্জ এরিয়া এবং ভাড়া বেড়ে যাওয়া দুইটিই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।